প্রোফাইল
পূর্ণ নাম
পেশা
পিতা
পিতার পেশা
জন্মস্থান
শিক্ষাগত যোগ্যতা
:
:
:
:
:
:
মোঃ আনোয়ার হোসেন
আইনজীবী ও আইনের শিক্ষক
আলহাজ মোঃ আব্দুর রহমান (মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক)
(পরলোকগত) ব্যবসায়ী
সুনামগঞ্জ
ব্যারিস্টার-এট-ল’ (লিঙ্কন্স ইন), এল.এল.বি (অনার্স, লন্ডন), বি.এস.এস(অনার্স), এম.এস.এস (আন্তঃ সম্পর্ক, ঢাঃবিঃ), ডীপ-ইন-ল’ (উল্ভারহাম্পটন), পিজিডি ইন লিগ্যাল স্কিলস (সিটি, লন্ডন)

মোঃ আনোয়ার হোসেন ইংল্যান্ড এর লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী অর্জন করেন, পাশাপাশি তিনি আইনের প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি লন্ডনের নিউহ্যামে লিবারেল ডেমোক্র্যাট পার্টির (LibDem) ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০২ সালে লন্ডন নিউহ্যাম বরো’র (London Borough of Newham) মেয়র পদে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।
এছাড়াও তিনি দুটি লন্ডন বরো কাউন্সিলের, লন্ডন বরো অফ নিউহ্যাম এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস-এর সিটিজেনস অ্যাডভাইস ব্যুরোর (Citizens Advice Bureau) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময়ে ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে ৩৯৪টি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো ছিল এবং সবগুলোই নিবন্ধিত দাতব্য সংস্থা। ২০১০/১১ সালে তারা ২.১ মিলিয়ন লোককে ৭.১ মিলিয়ন আইনি সমস্যা সমাধানে সহায়তা করেছে।
তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International), ইউকে এবং গ্রিন পিস (Green Peace), ইউকে-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।
তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিভিন্ন ইউনিটে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন। সিলেটের এম.সি ইন্টারমিডিয়েট কলেজের ছাত্রাবাস শাখার ছাত্র সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের অর্থ বিষয়ক সম্পাদক হিসবে দায়িত্ব পালন করেন । ব্যারিস্টার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে গেছেন।
তিনি লন্ডনের ‘হোয়াইট চ্যাপেল’ (Whitechapel) কলেজের প্রধান নির্বাহী এবং ‘কিউটি পাইস নার্সারীর (Cutie Pies Nursery) একজন ডাইরেক্টর। সেই সাথে তিনি আইন পেশার সাথে যুক্ত থেকে অত্যন্ত দক্ষতার সাথে ঢাকায় ‘রাইটস চেম্বারস’ (RIGHTS Chambers) এর একজন সক্রীয় পার্টনার হিসেবে দেশের সাধারন মানুষের জন্য আইনের সেবাকে নিশিচত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।