জিয়ার স্বাধীনতা ঘোষণার ভিডিও
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা’ যুক্তি তর্কের মধ্যদিয়ে প্রমান করার কোনো যৌক্তিকতা থাকেনা। তিনি ঘোষণা দিয়েছেন সেটিই দ্রুব সত্য, প্রকাশ্য দিবালোকের মতো সত্য।আসুন আমরা সেই ঘোষণাটি নিজ কানে আবারো শুনি:
তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইংরেজীতে যেঘোষণা দিয়েছিলেন তা’ হুবহু ইংলিশ টেক্সটে এবং বাংলায় অনুবাদ করে নীচে দেওয়া হলো:
I, Major Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. I, therefore, appeal to the Governments of all democratic countries of the World, especially the big World powers and the neighbouring countries to take effective steps to stop immediately the awful genocide that has been carried out by the army of occupation from Pakistan. To dub us the legally elected representatives of the majority of the people as repressionist is a cruel joke and contradiction in the terms which should befool none. The guiding principles of the new State will be first, ‘neutrality’, second ‘peace’ and third ‘friendship’ to all and enmity to none.
May Allah help us.
অনুবাদ
আমি, মেজর জিয়াউর রহমান এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।তাই আমি বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সরকার কে, বিশেষ করে বৃহৎ বিশ্বশক্তি এবং প্রতিবেশী দেশ গুলোর কাছে পাকিস্তানের দখলদার সেনাবাহিনী কর্তৃক সংঘটিত জঘন্য গণহত্যা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি।আমাদের সংখ্যা গরিষ্ঠ জনগণের বৈধ ভাবে নির্বাচিত প্রতিনিধিদের কে দমন পন্থী হিসেবে আখ্যায়িত করা একটি নিষ্ঠূর পরিহাস এবং শর্তের দ্বন্দ্ব যা কাউকে বোকা বানানো উচিত নয়। নতুন রাষ্ট্রের পথ প্রদর্শক নীতি হবে প্রথম, ‘নিরপেক্ষতা’, দ্বিতীয় ‘শান্তি’এবং তৃতীয় ‘সকলের সঙ্গে বন্ধুত্ব’এবং কারও সঙ্গে শত্রুতা নয়।
আল্লাহ আমাদের সহায় হোন।