প্রোফাইল

পূর্ণ নাম

পেশা

পিতা

পিতার পেশা

জন্মস্থান

শিক্ষাগত যোগ্যতা

:

:

:

:

:

:

মোঃ আনোয়ার হোসেন

আইনজীবী  ও আইনের শিক্ষক

আলহাজ মোঃ আব্দুর রহমান (মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক)

(পরলোকগত) ব্যবসায়ী

সুনামগঞ্জ

ব্যারিস্টার-এট-ল’ (লিঙ্কন্স ইন), এল.এল.বি (অনার্স, লন্ডন), বি.এস.এস(অনার্স), এম.এস.এস (আন্তঃ সম্পর্ক, ঢাঃবিঃ), ডীপ-ইন-ল’ (উল্ভারহাম্পটন), পিজিডি ইন লিগ্যাল স্কিলস (সিটি, লন্ডন) 

মোঃ আনোয়ার হোসেন ইংল্যান্ড এর লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী অর্জন করেন, পাশাপাশি তিনি আইনের প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি  লন্ডনের নিউহ্যামে লিবারেল ডেমোক্র্যাট পার্টির (LibDem) ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০২ সালে লন্ডন নিউহ্যাম বরো’র (London Borough of Newham) মেয়র পদে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

এছাড়াও তিনি দুটি লন্ডন বরো কাউন্সিলের, লন্ডন বরো অফ নিউহ্যাম এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস-এর সিটিজেনস অ্যাডভাইস ব্যুরোর (Citizens Advice Bureau) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময়ে ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে ৩৯৪টি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো ছিল এবং সবগুলোই নিবন্ধিত দাতব্য সংস্থা। ২০১০/১১ সালে তারা ২.১ মিলিয়ন লোককে ৭.১ মিলিয়ন আইনি সমস্যা সমাধানে সহায়তা করেছে।

তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International), ইউকে এবং গ্রিন পিস (Green Peace), ইউকে-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।

তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিভিন্ন ইউনিটে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন। সিলেটের এম.সি ইন্টারমিডিয়েট কলেজের ছাত্রাবাস শাখার ছাত্র সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের অর্থ বিষয়ক সম্পাদক হিসবে দায়িত্ব পালন করেন । ব্যারিস্টার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে গেছেন।

তিনি লন্ডনের ‘হোয়াইট চ্যাপেল’ (Whitechapel) কলেজের প্রধান নির্বাহী এবং ‘কিউটি পাইস নার্সারীর (Cutie Pies Nursery) একজন ডাইরেক্টর। সেই সাথে তিনি আইন পেশার সাথে যুক্ত থেকে অত্যন্ত দক্ষতার সাথে ঢাকায় ‘রাইটস চেম্বারস’ (RIGHTS Chambers) এর একজন সক্রীয় পার্টনার হিসেবে দেশের সাধারন মানুষের জন্য আইনের সেবাকে নিশিচত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তাসলিমা আবেদ 

তসলিমা আবেদ ছিলেন একজন নারী অধিকার কর্মী এবং রাজনীতিবিদ।

তিনি কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংঘের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। এটি ছিল ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসন কর্মসূচি নিয়ে কাজ করার জন্য একটি ফাউন্ডেশন। ১৯৭৪  সালে বাংলাদেশ সরকার ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন নাম প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়।

১৯৮০ সালে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই বছর জুলাই মাসে কোপেনহেগেনে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মোহাম্মদ ইউসুফ আলী

মোহাম্মদ ইউসুফ আলী ১৯২৩ সালে দিনাজপুরের ফরক্কাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালে দিনাজপুর একাডেমি হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। তিনি সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ল’ ডিগ্রি অর্জন করেন এবং দিনাজপুর জেলা বারে যোগ দেন।

মোহাম্মদ ইউসুফ আলী নবাবগঞ্জ কলেজ এবং পরে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য এবং ১৯৬৫ সালে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউসুফ আলী ভারতে চলে যান। পরবর্তীতে তিনি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার প্রথম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং গণপরিষদের (বাংলাদেশের অস্থায়ী সংসদ) স্পিকার ছিলেন।  শেখ মুজিবুর রহমান তাকে বাকশালের শ্রমিক লীগের চেয়ারম্যান করেন। ১৯৭৫ সালে তিনি বাকশালে শ্রমমন্ত্রী ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি খন্দকার মোশতাক আহমেদ সরকারে যোগ দেন এবং পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের (মিজান চৌধুরী অংশে) মহাসচিব ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। ১৯৭৯ সালে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রী এবং ১৯৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮৫ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং ১৯৮৬ সালে রাষ্ট্রপতি এরশাদের অধীনে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইউসুফ আলী ১৯৯৮ সালের ডিসেম্বরে ইন্তেকাল ।

আব্দুল হক 

আবদুল হক দিনাজপুর জেলার রাজনীতিবিদ। তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৯৬ সালের জুন মাসে ইন্তেকাল করেন। তিনি ১৯৭৩ ও ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাছাড়া ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সিরাজুল আলম খান একজন রাজনৈতিক বিশ্লেষক, দার্শনিক এবং লেখক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি গোপন সংগঠন, “স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ” এর অন্যতম প্রতিষ্ঠাতা।   

জাসদ:

১৯৭২ সালের অগাস্ট মাসে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে মেজর জলিল, আ.স.ম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন। শেখ মুজিব সরকারের বিরুদ্ধে “গণবাহিনী” নামে জাসদের একটি বিপ্লবী সশস্ত্র বিভাগ ছিল। কর্নেল তাহেরের নেতৃত্বে এই গণবাহিনীতে ছিলেন হাসানুল হক ইনু, কাজী আরেফ আহমেদ, মনিরুল ইসলাম ও শরীফ নুরুল আম্বিয়া। জাসদের প্রধান উদ্দেশ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা  করা।

বাংলাদেশ জাতীয় লীগ:

১৯৬৮ সালের ২০ জুলাই জনাব আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং ১৯৮৪ সালে তিনিই দলটির অবসান ঘটান। জনাব আতাউর রহমান খান ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ ও লেখক।  তিনি  সেপ্টেম্বর ১৯৫৬ সাল থেকে  মার্চ ১৯৫৮ সাল পর্যন্ত অবিভক্ত পাকিস্তানের পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুখ্য মন্ত্রী ছিলেন। তাছাড়া তিনি ৩০ মার্চ ১৯৮৪ সাল থেকে ৯ জুলাই ১৯৮৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট এরশাদ এর শাসনামলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ৭ ডিসেম্বর ১৯৯১ সালে ৮৬ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।