প্রোফাইল
পূর্ণ নাম
পেশা
পিতা
পিতার পেশা
জন্মস্থান
শিক্ষাগত যোগ্যতা
:
:
:
:
:
:
ফারজানা শারমিন (পুতুল)
প্রাক্টিশনার (অ্যাডভোকেট), বাংলাদেশ সুপ্রীম কোর্ট
ফজলুর রহমান (পটল)
(পরলোকগত) সাবেক মন্ত্রী ও রাক্সু’র সাবেক নির্বাচিত ভিপি
ঢাকা ( পিত্রালয়ঃ নাটোর )
এল.এল.বি (অনার্স, ঢাঃবিঃ), এল.এল.এম (ঢাঃ বিঃ), এল.এল.বি (অনার্স লন্ডন), এল.এল.এম (বি.পি.পি, লন্ডন)

ফারজানা শারমিন (পুতুল) ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগ থেকে আইনে স্নাতক এবং ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বারের একজন আইনজীবী হিসেবে ২০০৮ সালে তার কর্ম জীবন শুরু করেন এবং ২০১২ সালে বাংলাদেশ সুর্প্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন। কর্ম জীবনের শুরুতে তিনি প্রখ্যাত আইনজীবী সাবেক মন্ত্রী, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ পরিচালিত ‘মওদুদ আহমেদ এন্ড এসোসিএটস’ এ জুনিয়র এসোসিয়েট হিসেবে যোগদান করে ২০২১ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে আইন পেশায় কৃতিত্ব অর্জন করেন। বর্তমানে ‘রাইটস চেম্বারস’ (RIGHTS Chambers) এর একজন সক্রিয় পার্টনার হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনী সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ,বীমা কোম্পানি এবং বেসরকারী উদ্যোক্তাদের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকার পাশাপাশি দেশের নির্যাতিত, নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আইনের সেবা পৌঁছে দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জাতিয়তাবাদী দল – বি এন পির মানবাধিকার বিষয়ক কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে ২০১৯ সাল থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে সোচ্চার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।