প্রোফাইল
পূর্ণ নাম
ডাক নাম
পেশা
জন্ম তারিখ
পিতা
পিতার পেশা
স্তায়ী ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
:
:
:
:
:
:
:
:
আলা উদ্দিন
নাই
ব্যবসা
০১/০৭/১৯৬৭
মিঃ নাজিম উদ্দিন
ওকালতি
গ্রামঃ জানি নগর, পোস্টঃ জানি নগর, উপজেলাঃ কাহালু, জেলাঃ বগুড়া
বিএ (পাস)
নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা
আলা উদ্দিন ১৯৮৩ সালে জানি নগর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও ১৯৮৫ সালে বগুড়া কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৮ সালে বিএ (পাস) পাশ করে ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত হন। । কলেজে পড়া অবস্তায় তিনি জাসদ রাজনীতির সাথে জড়িত হন কিন্তু পরবর্তীতে ১৯৯০ সাল থেকে বিএনপি’র রাজনীতি করেন এবং জেলা কমিটির অর্থ সম্পাদক হন। বিগত ২০১৮-২০২০ সালের কমিটিতে তিনি সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন । তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক । তাঁর ছেলে একজন ইঞ্জিনিয়ার ।