প্রোফাইল
পূর্ণ নাম
ডাক নাম
পেশা
জন্ম তারিখ
পিতা
পিতার পেশা
স্তায়ী ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
:
:
:
:
:
:
:
:
ডঃ মোঃ ইয়াসির আরশাদ
রাজন
ডাক্তার
০১/০৭/১৯৭৭
মিঃ ফজলুর রহমান পটল
রাজনীতিবিদ (সাবেক মন্ত্রী)
গ্রামঃ গৌরি পুর, পোস্টঃ লালপুর, উপজেলাঃ লালপুর, জেলাঃ নাটোর
এম বি বি এস (ঢাকা)
নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা
ডঃ রাজন ১৯৯৪ সালে মিরপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন । মেডিকেলে পড়া অবস্তায় তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হন এবং ১৯৯৫ সালে ঢাকা মেডিকেলের ভিপি নির্বাচিত হন । তিনি ২০০১ সালে এমবিবি এস ডিগ্রী অর্জন করে পিজি হাসপাতালে যোগদান করেন । কিন্তু ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর তাঁকে চাকরীচ্যুত করে । তিনি এখন একজন মেডিসিনের প্রাইভেট কনসালটেন্ট । তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক ।