প্রতিষ্ঠাতাদের কথা
বিশ্ব জুড়ে আজ পরিবর্তনের ধারা প্রবাহিত। সে পরিবর্তনের আমেজ গতানুগতিক রাজনীতির ধারাতে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। পরিবর্তিত রাজনৈতিক ধারার প্রেক্ষাপটে সব থেকে গুরুত্বপূর্ণ হল যুগোপযোগী এবং গণমুখী রাজনীতির পরিবেশ সৃষ্টি করা।
সেই চিন্তা এবং চেতনা থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তিত ধারার সূচনার অভিপ্রায় থেকেই আজকের “মোমেন্টাম বাংলাদেশ”।
জাতীয়তাবাদের ধারক ও বাহক বিএনপি’র জন্য যুগোপযুগী রাজনৈতিক চিন্তাধারা এবং গঠনমূলক ও সময়োপযোগী রাজনৈতিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে “মোমেন্টাম বাংলাদেশ” অবিস্মরণীয় অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।
রাজনীতিবিদরা তাদের নিজস্বতা দিয়ে নিজেদের দল এবং সর্বোপরি দেশের সার্বিক কল্যানের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান। আমরা মনে করি দল এবং দেশের মানুষের জন্য বাংলাদেশের প্রকৃত ইতিহাস কে লিপিবদ্ধ করা এবং তা সকলের কাছে পৌঁছে দেয়া, পরিবর্তিত রাজনৈতিক ধারার সাথে তাল মিলিয়ে দলের জন্য পরিবর্তিত রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্রস্তুত এবং তা বাস্তবায়নের লক্ষ্যে নির্মিত “মোমেন্টাম বাংলাদেশ” বাংলাদেশে কার্যকর ও গঠনমূলক রাজনৈতিক অঙ্গন প্রস্তুতের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
“মোমেন্টাম বাংলাদেশ” কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান এর কাছে আমরা কৃতজ্ঞ কারন তাঁর অসাধারণ উৎসাহ, সহযোগিতা এবং উপদেশ আমাদের অনুপ্রেরণা, যার প্রেক্ষিতে অবিরত ভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে “ মোমেন্টাম বাংলাদেশ” টিম কাজ করে যাচ্ছে।
আগামীতে এই প্লাটফর্ম কে আরো সমৃদ্ধ করার জন্য যে কোন উপদেশ বা সহযোগিতা সানন্দচিত্তে গ্রহণ করা হবে যা “ মোমেন্টাম বাংলাদেশ” এর “যোগাযোগ” অংশে দেয়া ই-মেইল এর মাধ্যমে জানানো যাবে।
বাংলাদেশ জিন্দাবাদ
মোঃ আনোয়ার হোসেন
ব্যারিস্টার-এট-ল ও রাজনৈতিক কর্মী
ফারজানা শারমিন (পুতুল)
আইনজীবী, বাংলাদশ সুপ্রীম কোর্ট ও রাজনৈতিক কর্মী